নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার অশান্ত হয়ে উঠল ঝাড়খণ্ডের চাইবাসা। আজ বুধবার ঝাড়খণ্ডের চাইবাসা পুলিশ স্টেশন এলাকায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে এনকাউন্টারের (Encounter) ঘটনা ঘটেছে। এদিকে এই এনকাউন্টার চলাকালীন আহত হয়েছেন সিআরপিএফের (CRPF) ডেপুটি কমান্ড্যান্ট। তার অবস্থা স্থিতিশীল এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। ডেপুটি কমান্ড্যান্টকে হেলিকপ্টারে করে রাঁচিতে নিয়ে যাওয়া হয়েছে।
পশ্চিম সিংভূমের এসপি নিশ্চিত করেছেন যে এনকাউন্টার হয়েছে এবং সিআরপিএফের ডেপুটি কমান্ড্যান্ট দীপক কুমার তিওয়ারি আহত হয়েছেন। দীপক কুমার তিওয়ারি সিআরপিএফ কোবরা ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট। ডেপুটি কমান্ড্যান্ট দীপক কুমার তিওয়ারির বাম হাতে গুলি লেগেছে।
ডেপুটি কমান্ড্যান্টকে চাইবাসা গোইলকেরা থেকে হেলিকপ্টারে করে রাঁচির খেলগাঁওয়ে নিয়ে যাওয়া হয়। তার বাম হাত ব্যান্ডেজ করা হয়েছে।