আজ থেকে দাম বাড়ল আমুল দুধের! কত টাকা বাড়ল? জানুন

দেশজুড়ে দুধের দাম বাড়াল আমুল।

author-image
Aniruddha Chakraborty
New Update
ফের দাম বাড়ছে Amul দুধের

file pic

নিজস্ব সংবাদদাতাঃ আমুল ব্র্যান্ড নামে দুধ ও দুগ্ধজাত পণ্য বিপণনকারী গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (জিসিএমএমএফ) ৩ জুন অর্থাৎ আজ থেকে দেশের সমস্ত বাজারে তাজা পাউচ দুধের দাম লিটার প্রতি প্রায় ২ টাকা বাড়িয়েছে। একটি বিবৃতিতে আমুল বলেছে যে প্রতি লিটারে ২ টাকা বৃদ্ধির অর্থ এমআরপিতে ৩-৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা গড় খাদ্য মুদ্রাস্ফীতির তুলনায় অনেক কম এবং ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে বড় বাজারগুলোতে তাজা পাউচ দুধের দাম বাড়েনি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সামগ্রিক পরিচালন ব্যয় ও দুধ উৎপাদন বেড়ে যাওয়ায় দাম বেড়েছে। আমাদের সদস্য ইউনিয়নগুলোও গত বছরের তুলনায় প্রায় ৬-৮ শতাংশ কৃষকের দাম বাড়িয়েছে।

আমুলের তরফে বলা হয়েছে, "নীতি অনুসারে, আমূল দুধ উৎপাদকদের দুধ এবং দুগ্ধজাত পণ্যের জন্য উপভোক্তাদের দেওয়া প্রতি টাকার প্রায় ৮০ পয়সা দেয়। মূল্য সংশোধন আমাদের দুগ্ধ উৎপাদকদের লাভজনক দুধের দাম বজায় রাখতে এবং উচ্চতর দুধ উৎপাদনের জন্য তাদের উৎসাহিত করতে সহায়তা করবে।" 

বর্তমানে আমুল তাজা দুধের এক লিটারের দাম ৫৪ টাকা এবং আমুল সোনার ৬৬ টাকা। আজ থেকে দাম বাড়ার সঙ্গে সঙ্গে নতুন দর হবে যথাক্রমে ৫৬ টাকা ও ৬৮ টাকা। 

Add 1