পঞ্জাবের মন্দিরে হামলার সঙ্গে ISI-এর যোগ! সামনে এল চাঞ্চল্যকর তথ্য

অমৃতসরের পুলিশ কমিশনার জিপিএস ভুলার মনে করছেন এই বিস্ফোরণের সঙ্গে ISI-এর যোগ রয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
punjab temple attack

নিজস্ব সংবাদদাতা: অমৃতসরের খান্ডওয়ালার ঠাকুরদ্বারা মন্দিরে গভীর রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গেছে, দু’জন বাইক আরোহী মন্দিরে একটি বিস্ফোরক ছুড়ে পালিয়ে যায়। তবে, এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং ফরেনসিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে।

এই বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সম্পৃক্ততার আশঙ্কা প্রকাশ করেছেন অমৃতসরের পুলিশ কমিশনার জিপিএস ভুলার। তিনি জানান, ভোররাত ২টায় বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলা হয়েছে।

ISI

পুলিশ কমিশনার জিপিএস ভুলার বলেন, “পাকিস্তানের আইএসআই আমাদের যুবকদের পাঞ্জাবে অশান্তি সৃষ্টির জন্য উস্কানি দিচ্ছে। আমরা দ্রুত এই ঘটনার পেছনের তথ্য বের করব এবং যথাযথ ব্যবস্থা নেব। আমি যুবকদের সতর্ক করছি— তারা যেন নিজেদের ভবিষ্যৎ নষ্ট না করে। শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।”

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের শনাক্ত করার জন্য তদন্ত জোরদার করা হয়েছে এবং খুব শিগগিরই দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।