নিজস্ব সংবাদদাতা: পেশ হচ্ছে অন্তর্বর্তী বাজেট ২০২৪। বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবারের বাজেটে 'অমৃত কালের কৌশল' তালিকাভুক্ত করেছেন তিনি।
এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করাকালীন বলেন, “আমাদের সরকার অর্থনৈতিক নীতিগুলি গ্রহণ করবে যা প্রবৃদ্ধিকে উৎসাহিত করবে এবং টেকসই করবে। অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নের সুবিধা দেবে, উত্পাদনশীলতা উন্নত করবে, সবার জন্য সুযোগ তৈরি করবে অমৃত কালের এই কৌশল। তাদের সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। বিদ্যুৎ বিনিয়োগ এবং আকাঙ্ক্ষা পূরণে সম্পদ উৎপাদনে অবদান রাখবে এই অমৃত কাল কৌশল”।