৩৫ টাকা থেকে শুরু! এক ঝলকে অমৃত ভারত এক্সপ্রেসের টিকিটের দামের তালিকা

অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে কোনও এসি কামরা রাখা হয়নি। তাহলে কি ভাড়াতে সাধারণ মানুষের লাভ হবে? রইল অমৃত ভারত এক্সপ্রেসের টিকিটের দামের তালিকা।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
amrit bharat express (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বন্দে ভারতের পর এবার যাত্রা শুরু করতে চলেছে অমৃত ভারত এক্সপ্রেস৷ এই রাজ্যের মালদহ থেকে বেঙ্গালুরুর মধ্যেও চলবে একটি অমৃত ভারত এক্সপ্রেস৷ কিন্তু নতুন এই ট্রেনের ভাড়া কত রাখল রেল?

জানা গেছে যে অন্যান্য মেল এবং এক্সপ্রেস ট্রেনের তুলনায় অমৃত ভারত এক্সপ্রেসের একই শ্রেণির ভাড়া ১৫ থেকে ১৭ শতাংশ বেশি। অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে অনেক বেশি আরামদায়ক যাত্রা করতে পারবেন যাত্রীরা৷ সুযোগ-সুবিধাও নাকি বেশি৷ তাই ভাড়া অন্যান্য ট্রেনের তুলনায় বেশি রাখা হয়েছে৷ দ্বিতীয় শ্রেণির কামরায় ৫০ কিলোমিটার পর্যন্ত ন্যূনতম ভাড়া বা বেস ফেয়ার ৩৫ টাকা৷ অন্যান্য মেল এক্সপ্রেস ট্রেনে এই ভাড়া ৩০ টাকা৷ স্লিপার কামরায় অমৃত ভারত এক্সপ্রেসে ১৫ কিলোমিটার যাত্রার ভাড়া ৪৬ টাকা, ৫০ কিলোমিটার যাওয়ার ভাড়া ৬৫ টাকা৷ দ্বিতীয় শ্রেণিতে ৫ হাজার কিলোমিটার পর্যন্ত ভাড়া ৯৩৩ টাকা আর স্লিপার ক্লাসে এই ভাড়া ১৪৬৯ টাকা৷

hiring.jpg