নিজস্ব সংবাদদাতাঃ আজ বৃহস্পতিবারই সংসদে শেষ হচ্ছে শীতকালীন অধিবেশন। আর এই শীতকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই প্রকাশ্যে এল বড় খবর। বৃহস্পতিবার সংসদের শীতকালীন অধিবেশনের চতুর্থ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধন) বিল, ২০২৩ দুটি বিল উত্থাপন করবেন বলে মনে করা হচ্ছে। জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধন) বিল, ২০২৩ রাজ্যসভায় বিবেচনা ও পাসের জন্য উত্থাপিত হয়েছে। এর আগে গতকাল বুধবার লোকসভায় দুটি বিল পাস হয়।