আইনে ভরসা নেই খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর! বড় পদক্ষেপ নিলেন অমিত শাহ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিরাপত্তা বাহিনীকে অবাধ স্বাধীনতা দিতে চলেছেন। জম্মুতে কাশ্মীরের মতো 'জিরো টেরর প্ল্যান' বাস্তবায়ন করবে নিরাপত্তা সংস্থাগুলি।

author-image
Tamalika Chakraborty
New Update
amit shahjk2.jpg

নিজস্ব সংবাদদাতা: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিরাপত্তা বাহিনীকে অবাধ স্বাধীনতা দিতে চলেছেন।  জম্মুতে কাশ্মীরের মতো 'জিরো টেরর প্ল্যান' বাস্তবায়ন করবে নিরাপত্তা সংস্থাগুলি। জম্মুতে সন্ত্রাসবাদ সমর্থকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ উচ্চ পর্যায়ের বৈঠকের পর বড় সিদ্ধান্ত। জম্মু ও কাশ্মীরে এখনও পর্যন্ত ৫০ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। কাশ্মীরের বান্দিপোরায় ১ জঙ্গি নিহত হয়েছে। হান্দওয়াড়ায় গ্রেফতার হিজবুল মুজাহিদিনের এক জঙ্গি। সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। রিয়াসি জঙ্গি হামলার পর এখনও পর্যন্ত ছয় জন জঙ্গি নিহত হয়েছেন। 

indian army frcgh.jpg

 

 tamacha4.jpeg