নিজস্ব সংবাদদাতা: রায়গড়ের খোপোলি এলাকায় একটি বাস খাদে পড়ে গিয়েছে। যার ফলে ১২ জনের মৃত্যু হয়েছে। ২৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই বিষয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে কথা বলেছেন। তিনি শোক প্রকাশ করে সমস্ত কিছু খতিয়ে দেখার বার্তা দিয়েছেন বলে জানা যাচ্ছে।