নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার মহারাষ্ট্রের রায়গড় জেলায় ভূমিধসে অন্তত পাঁচজনের মৃত্যুর পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ বলেন, 'উদ্ধার অভিযান চালানোর জন্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) চারটি দল মোতায়েন করা হয়েছে।'
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 'মহারাষ্ট্রের রায়গড়ে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের বিষয়ে আমি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে কথা বলেছি। এনডিআরএফের ৪টি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চালানোর জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে। আমাদের অগ্রাধিকার হচ্ছে দুর্ঘটনাস্থল থেকে লোকজনকে উদ্ধার করা এবং আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান করা।'