নিজস্ব সংবাদদাতা: লোকসভায় অভিবাসন ও বিদেশী বিল, ২০২৫-এর উপর জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার উপর দোষ চাপালেন। তিনি বলেছেন, "পশ্চিমবঙ্গ সরকার জমি না দেওয়ায় ৪৫০ কিলোমিটার সীমান্তের বেড়া নির্মাণের কাজ ঝুলে আছে। যখনই বেড়া নির্মাণের প্রক্রিয়া সম্পন্ন হয়, তখনই শাসক দলের কর্মীরা গুন্ডামি এবং ধর্মীয় স্লোগানে লিপ্ত হয়। পশ্চিমবঙ্গ সরকার অনুপ্রবেশকারীদের প্রতি করুণা দেখানোর কারণে ৪৫০ কিলোমিটার সীমান্তের বেড়া নির্মাণের কাজ সম্পন্ন হয়নি"।
/anm-bengali/media/media_files/kFjRXuMHuXhXyFucfKtc.JPG)