নিজস্ব সংবাদদাতাঃ পিওকে (PoK) নিয়ে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ লোকসভায় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধন) বিল, ২০২৩ এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধন) বিল, ২০২৩ অনুমোদিত হয়েছে। বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, জম্মু ও কাশ্মীর সম্পর্কিত যে দুটি বিল সংসদে বিবেচনা করা হচ্ছে তা ৭০ বছর ধরে উপেক্ষিত এবং অপমানিতদের ন্যায়বিচার দেওয়ার জন্য আনা হয়েছে। তিনি আরও বলেন, পাক অধিকৃত কাশ্মীরে ২৪টি আসন সংরক্ষিত রাখা হয়েছে, কারণ পাক অধিকৃত কাশ্মীর আমাদের।