নিজস্ব সংবাদদাতা: ১৫ আগস্টের আগে দেশ জুড়ে পালিত হচ্ছে 'হর ঘর তিরঙ্গা প্রচারাভিযান'। এবার এই অভিযানের কারণ সোজা জানিয়ে দিলেন অমিত শাহ। অমিত শাহ বলেছেন, "হর ঘর তিরঙ্গা প্রচারাভিযান ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত করার জন্য আমাদের অঙ্গীকারের প্রতীক"।