‘আজ সমগ্র জাতি শিবময়’, মহাশিবরাত্রি উপলক্ষ্যে প্রতিক্রিয়া অমিত শাহের

বিশেষ বার্তা দিলে শাহ

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
EvJ2fM9VIAI40eK shiva

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারতের পাশাপাশি আজ গোটা বিশ্বজুড়েই পালন হচ্ছে মহাশিবরাত্রি। সকাল থেকেই শিব মন্দির গুলিতে ভিড় জমিয়েছেন ভক্তরা। মহাদেবের মাথায় জল-দুধ ঢেলে পুজো সম্পন্ন করছেন ভক্তরা। আজ মূলত সারা রাত ধরেই দেবাদিদেব মহাদেবের পুজো চলবে। 

1664423934-shiva-wallpaper-mahashivratri-celebrations-mb

এদিন এই প্রসঙ্গেই কোয়েম্বাটোর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “মহাশিবরাত্রির শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। সদগুরুর আমন্ত্রণে এখানে আসার সুযোগ পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আজ, সমগ্র জাতি, সোমনাথ থেকে কেদারনাথ, পশুপতিনাথ থেকে রামেশ্বরম এবং কাশী থেকে কোয়েম্বাটোর, সমগ্র জাতি 'শিবময়'। প্রয়াগরাজের মহাকুম্ভ শেষ হয়েছে কিন্তু কোয়েম্বাটোরে আমার সামনে আমি ভক্তির মহাকুম্ভ দেখতে পাচ্ছি। মহাশিবরাত্রি কেবল একটি উৎসব নয়, আত্ম-জাগরণের একটি উপলক্ষও”।

Amit shah