নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, রবিবার অর্থাৎ আজ সকালে রথযাত্রা ২০২৪-এর আগে জগন্নাথ মন্দিরে মঙ্গলা আরতি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সোনাল শাহ জগন্নাথ মন্দিরে।
/anm-bengali/media/media_files/zU2xiGMgOn9JEZ49v2D0.jpg)
পুলিশ জানিয়েছে, আজ আহমেদাবাদে জগন্নাথদেবের ১৪৭তম রথযাত্রা অনুষ্ঠিত হবে৷ সেখানে ১৫ হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এই রথযাত্রার পাহারা দেওয়ার জন্য৷