নিজস্ব সংবাদদাতা: প্রয়াত বিনোদন দুনিয়ার লেজেন্ড। কিংবদন্তি তবলা বাদক এবং সুরকার জাকির হুসেন ১৫ ডিসেম্বর রবিবার ৭৩ বছর বয়সে প্রয়াত হলেন।
অমিত শাহ এই নিয়ে শোক প্রকাশ করলেন। তিনি লেখেন, একটা ছন্দ আজ নিস্তব্ধ হয়ে গেল।
তবলা বাদক, ওস্তাদ জাকির হুসেন জির মৃত্যুতে ব্যথিত। বাদ্যযন্ত্রের প্রতিভায় আশীর্বাদপ্রাপ্ত, হুসেন জি ছন্দের পিছনে আবেগ জাগিয়ে ভাষা ও সংস্কৃতির সীমানা অতিক্রম করে এমন মাস্টারপিস তৈরি করেছিলেন। তাঁর সঙ্গীত মানবতাকে একত্রিত করার সুতো হয়ে থাকবে।