মহাকাশে পাড়ি দিল ইসরোর এক্সপোস্যাট, বড় মন্তব্য অমিত শাহের

জ্যোতির্বিজ্ঞানের অন্যতম বড় রহস্য সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য স্যাটেলাইট পাঠিয়ে বছর শুরু করেছে ভারত।

author-image
SWETA MITRA
New Update
jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ মহাকাশে পাড়ি দিল ইসরোর এক্সপোস্যাট। ১ জানুয়ারি শ্রী হরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ হয়েছে পিএসএলভি-সি৫৮/এক্সপোস্যাট-এর। এদিকে এই নিয়ে এবার বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘মহাকাশে ভারতের বিশাল অগ্রগতি। আমাদের ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন। গ্যালাক্সিতে ব্ল্যাক হোল এবং নিউট্রন নক্ষত্র অধ্যয়নের জন্য বিশেষায়িত জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ উপগ্রহ এক্সপোস্যাটের ঐতিহাসিক উৎক্ষেপণ করিয়েছে। ২০২৪ সালের প্রথম দিনেই জ্ঞানের সন্ধানে মহাবিশ্বকে আলোকিত করে আপনি ইসরো আবারও প্রমাণ করেছে যে আপনাদের শক্তি আমাদের গর্ব।‘