নিজস্ব সংবাদদাতা: ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে ছত্তিশগড়ের শুকমায় ১৬ জন নকশাল নিহত হয়েছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেছেন, "আমাদের নিরাপত্তা সংস্থাগুলি সুকমায় অভিযান চালিয়ে ১৬ জন নকশালকে খতম করেছে এবং বিপুল পরিমাণে স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করেছে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে, আমরা ২০২৬ সালের ৩১শে মার্চের আগে নকশালবাদ নির্মূল করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। যাদের কাছে অস্ত্র আছে তাদের কাছে আমার আবেদন, অস্ত্র এবং সহিংসতা পরিবর্তন আনতে পারে না; কেবল শান্তি এবং উন্নয়নই পারে।"
/anm-bengali/media/media_files/2024/10/27/XbBMoqPGVpIHNZwaPRJG.jpg)