শিক্ষকের ভূমিকায় হাজির শাহ, দিলেন পাঠ, অনুপ্রেরণা পেলেন দিলীপ-রূপারা

অমিত শাহের এই মন্তব্যে উদ্বুদ্ধ হয়েছেন দলীয় নেতা নেত্রীরাও।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
amitshahh1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: তবে কি বিজেপি-র পালে অক্সিজেন ঢুকল? এ বাংলায় লোকসভা ভোটের খারাপ ফলের পর পরবর্তী নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার তাগিদ পেল পদ্ম শিবির? কারণ, উৎসবের আবহেই বাংলায় কার্যত ২০২৬-এর ভোটের দামামা বাজিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ পেট্রাপোল বর্ডারে গিয়ে বক্তব্যের আদ্য-পান্ত তৃণমূলকে আক্রমণের পাশাপাশি আসন্ন বিধানসভা ভোটে সরকার পরিবর্তনের ডাক দিলেন তিনি। বললেন, ‘বাংলার জনগণকে বলছি ২০২৬-এ পরিবর্তন আনুন…”। 

অমিত শাহের এই মন্তব্যে উদ্বুদ্ধ হয়েছেন দলীয় নেতা নেত্রীরাও। বিজেপির সদস্যতা অভিযানের বিষয়ে, বিজেপি নেতা রূপা গাঙ্গুলী এদিন বলেন, “বিজেপির নিয়ম অনুসারে, কয়েক বছর পর প্রতিটি রাজ্যে এই সদস্যপদ অভিযান করা হয়। আজ, অমিত শাহ জি আনুষ্ঠানিকভাবে পশ্চিমে এই কর্মসূচি শুরু করেছেন। এই অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীকেও সম্মানিত করা হয়েছে”।

অন্যদিকে, বিজেপির সদস্যতা অভিযানের বিষয়ে, দলের নেতা দিলীপ ঘোষ বলেন, “গতবার আমরা ৮৮ লক্ষেরও বেশি সদস্য করেছি। আজ দল বেড়েছে, আমাদের অনেক সাংসদ, বিধায়ক রয়েছে। আমরা আশা করি আমাদের কর্মীরা সংখ্যায় বৃদ্ধি পাবেন। বিজেপিতে জড়িত এবং আমরা নতুন সংযোজন করে ১ কোটি অতিক্রম করব বলেই আশা করছি। এখানে আমরা ২ কোটি ৩৩ লাখ ভোট পেয়েছি, তাই আমি মনে করি আমাদের কর্মীরা এই চ্যালেঞ্জ গ্রহণ করবে। আমরা এটি সম্পূর্ণ না করা পর্যন্ত থামব না”।

d