নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানাতে বাতিল করা হবে সংখ্যালঘুদের সংরক্ষণ (Minor Reservation)। রবিবার সেই রাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে এ বিশেষ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি জানিয়ে দিয়েছেন যে সংখ্যালঘুদের জন্য সংরক্ষণের বিষয়টি একেবারেই সাংবিধানিক (Constitution) নয়। ইতিমধ্যেই কর্ণাটকে সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ বাতিল করে দিয়েছে বিজেপি সরকার (BJP Govt)। ওয়েইসিকে (Asaduddin Owaisi) মাজিল বলে শাহ কটাক্ষ করে বলেন যে মাজিলরা যাদের নিয়ন্ত্রণ করে তারা কখনই তেলেঙ্গানার সরকার (Telangana Govt) গড়তে পারে না।