নির্বাচনের 'কবাডি'-তে কে কুপোকাত হবে? ভবিষ্যৎবাণী অমিত শাহ-র!

এবার ছত্তিশগড়ে তিনবার দীপাবলি পালন করা হবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

author-image
SWETA MITRA
New Update
amit apj.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ের জগদলপুরে বড় মন্তব্য করলেন অমিত শাহ (Amit Shah)। আজ জগদলপুড়ে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "মণিরাম কাশ্যপ (Maniram Kashyap) গত ৩০ বছরে কোনও নির্বাচনে হারেননি। তিনি একজন উজ্জ্বল কাবাডি খেলোয়াড়, তিনি নির্বাচনের 'কাবাডি'তে ভূপেশ বাঘেলকেও পরাজিত করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদিবাসীদের সম্মানের জীবন দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী আদিবাসীদের নিরাপত্তা, সম্মান এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন দিয়েছেন। আমি ভূপেশ বাঘেলকে জিজ্ঞেস করতে চাই, কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন তারা আদিবাসী মন্ত্রককে কত টাকা দিয়েছিল? উপজাতি কল্যাণের জন্য এসটি উপাদান ছিল ২৯,০০০ কোটি টাকা... প্রধানমন্ত্রী মোদী সরকার তা বাড়িয়ে ,৩২,০০০ কোটি টাকা করেছে। আলো, মোবাইল টাওয়ার, রাস্তা এবং স্কুল গুলি উপজাতি অঞ্চলে পৌঁছেছে।" শুনুন তাঁর বক্তব্য...