'মুখ্যমন্ত্রী ম্যাজিশিয়ান, তিনিই পারেন'! চমকে দিলেন অমিত শাহ

রাজস্থানের মুখ্যমন্ত্রীকে অভিনব উপায়ে খোচা দিলেন অমিত শাহ। মুখ্যমন্ত্রীকে তিনি আখ্যা দেন ম্যাজিশিয়ান। কিন্তু কেন? ক্লিক করে জেনে নিন এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
amit telaa.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানে বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন চলছে। এবার তার মধ্যে রাজ্যের কুচমানে এক জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, 'অশোক গেহলোতকে কংগ্রেসে তাঁর ভক্তরা ম্যাজিশিয়ান বলে ডাকে। ম্যাজিক করে তিনি রাজস্থানের বিদ্যুৎ গায়েব করে দিয়েছেন। বসুন্ধরা রাজের সরকার যে স্বাস্থ্য সুবিধাগুলি চালু করেছিল সেগুলোও গায়েব হয়ে গেছে। কর্মসংস্থান, আইন, এবং শৃঙ্খলাও গায়েব হয়ে যায়। একমাত্র এক ম্যাজিশিয়ানই এমনটা করতে পারে'।

hiring.jpg