বঙ্গ সফর থেকেই ‘রাহুল বাবা’ কে কঠিন বার্তা দিলেন অমিত শাহ

মধ্যপ্রদেশের নির্বাচনে বিজেপি জিতেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
amitshahh2.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বঙ্গ সফর সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর এখানে এসেই রাহুল গান্ধীকে তুলোধনা করলেন শাহ। 

বিজেপির সদস্যতা অভিযানের উদ্বোধনে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বলেন, "রাহুল 'বাবা' এবং তার কোম্পানি ‘ইন্ডিয়া জোট’ যার মধ্যে মমতা ব্যানার্জিও রয়েছে। তারা দিবাস্বপ্ন দেখছিল। মধ্যপ্রদেশের নির্বাচনে বিজেপি জিতেছে। রাজস্থান, ছত্তিশগড় ও ওড়িশায় টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে বিজেপি। আর এবার ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রেও আমরাই সরকার গঠন করব। সংসদে রাহুল 'বাবা' বলছিলেন তাদের পরাজিত করেছি। আমি 'রাহুল বাবা'কে বলতে চাই যে নির্বাচনে যে হেরেছে সে বিরোধী দলে বসেছে এবং যে জিতবে সে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবে। ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালে তারা যে আসনগুলি জিতেছিল, তাদের মোট ২৪০ এরও কম রয়েছে। বিজেপির পরবর্তী লক্ষ্য হল ২০২৬ সালে পশ্চিমবঙ্গে সরকার গঠন করা”।

Adddd