পেনশন প্রকল্প- ‘হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড’! খাড়গের মন্তব্যের পাল্টা জবাব বিজেপির

কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের এক টুইট সম্বন্ধে মন্তব্য করলেন বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য।

author-image
Probha Rani Das
New Update
Amit-Malviya.webp

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের এক টুইট সম্বন্ধে মন্তব্য করলেন বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য। 

khargefw2.jpg

তিনি বলেছেন, “খাড়গেজি, ইউনিফায়েড পেনশন স্কিম ২০২৩ সাল থেকে২০২৪ সালের ৪ জুনের অনেক আগে থেকেই তৈরি হচ্ছে। বেশ কয়েকটি মিডিয়া হাউস এবং এমনকি কংগ্রেস সাংবাদিকরাও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

mallikarjun kharge erw.jpg

দেখে মনে হচ্ছে আপনার টিমকে একটি হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড করা হয়েছেযা জয়রাম রমেশ রাজদীপ সারদেশাই এবং তাঁর অনুসারীদের মতো সাংবাদিকদের পাঠায় যারা সারাদিন চিন্তা করতে থাকেআপনি কংগ্রেস সভাপতি। এত অজ্ঞ এবং অসুস্থ হিসাবে দেখা যায় না। কিন্তু নতুন সুচিন্তিত পেনশন প্রকল্প যা করেছে তা হল কংগ্রেসের অপব্যয়ী রাজনীতির জায়গা কমিয়ে দিয়েছে।”