নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার বলেছেন, "গত ১৪ বছর ধরে জলের শুল্ক বাড়ানো হয়নি। বিডব্লিউএসএসবি-র পক্ষে বিদ্যুৎ বিল এবং বেতনের খরচ মেটানো কঠিন হয়ে উঠছে। বোর্ড প্রতি বছর লোকসানের সম্মুখীন হচ্ছে। জলের শুল্ক কি বাড়ানো উচিত নাকি না?"
এর পাল্টা দিলেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি লেখেন, 'খটা খট খটা খটা, টকা টক টকা টক…তৃতীয়বারের মতো ব্যর্থ রাহুল গান্ধীর কংগ্রেস কন্নড়দের ছিন্নভিন্ন করছে। পেট্রোল এবং ডিজেলের দাম, বিদ্যুৎ এবং বাসের ভাড়া, রেজিস্ট্রেশন ফি এবং এখন জলের শুল্ক বৃদ্ধি। তিনি হলেন দ্যা মেহেঙ্গাই ম্যান'।