'কিসকে সাথ? কিসকা বিকাশ?' মোদীকে বড় প্রশ্ন অমিতের

সবকা সাথ সবকা বিকাশ! এবার মোদীর কাচে বড় প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক উপদেষ্টা অমিত মিত্রের।

author-image
Pallabi Sanyal
New Update
modi hamas.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : 'সবকা সাথ', 'সবকা বিকাশ'! ৪৭ মিলিয়ন! স্পেনের জনসংখ্যার সঙ্গে ইন্ডিয়ার মিল রয়েছে! ট্যুইটে হিসেব বোঝালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক উপদেষ্টা ও প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি একটি হিসেব তুলে ধরে বিঁধেছেন মোদী সরকারকে। যেখানে তিনি উল্লেখ করেছেন, ২০২৩ সালের অক্টোবরে উৎসবের মরশুমে বেকারের সংখ্যা ছিল ৪৭ মিলিয়ন। এদের মধ্যে অধিকাংশই যুবক। আর স্পেনের মোট জনসংখ্যাও ৪৭ মিলিয়ন। তথ্য তুলে ধরে বিশ্ব ব্য়াঙ্কের রিপোর্ট অনুস্মরণের পরামর্শ দিয়েছেন অমিত মিত্র। তিনি লিখেছেন, ২০২২ সালে ভারতে যুব বেকারত্ব রেকর্ড সর্বোচ্চ ২৩.২২ শতাংশ, যেখানে  বাংলাদেশের ১২.৯ শতাংশ,   এবং ভুটানের ১৪.৪ শতাংশের। এরপরই প্রধানমন্ত্রী মোদীর কাছে অমিতের প্রশ্ন, 'কিসকে সাথ?কিসকা বিকাশ?অমৃত কাল কার জন্য?'