নিজস্ব সংবাদদাতা: জো বাইডেনের শাসনকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-কে অর্থায়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে আমেরিকা। ২০২৩ সালে হু’র মোট বাজেটের প্রায় এক-পঞ্চমাংশ অর্থ এসেছে আমেরিকার কাছ থেকে। এই আর্থিক সহযোগিতা সংস্থার কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তবে, সোমবার শপথ গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প এক নির্দেশিকায় সই করে হু সম্পর্কে কঠোর মন্তব্য করেন। ট্রাম্প বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের ঠকিয়েছে। সবাই আমেরিকাকে ঠকিয়েছে। এ সব আর চলবে না।”
এদিকে, সংস্থা থেকে আমেরিকার সরে আসার সম্ভাবনা তৈরি হলে আর্থিক ঘাটতির মুখে পড়তে পারে হু। পরিস্থিতি নিয়ে সংবাদ সংস্থা ‘রয়টার্স’ হু’র প্রতিক্রিয়া জানার চেষ্টা করলেও, এখনও পর্যন্ত তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।