নিজস্ব সংবাদদাতা : মৃত দেহ নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্স চালকের অতিরিক্ত ভাড়া দাবি করার একাধিক ঘটনা সামনে এসেছে পশ্চিমবঙ্গে। এবার বালাসোরে ট্রেন দুর্ঘটনার মাঝেও এমনই অভিযোগ উঠলো। মর্মান্তিক রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কাটোয়ার কইথন গ্রামের এক বাসিন্দা সাদ্দাম শেখ। দুর্ঘটনার খবর পেয়েই বালাসোরে ছুটে গিয়েছিলেন তারা দাদা। জানা যায়, কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন ট্রেন দুর্ঘটনায় নিহত সাদ্দাম শেখ। সদ্যই এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। বাবা হওয়ার খবর পেয়েই মাস খানেক আগে বাড়ি ফিরেছিলেন। কিন্তু বাবা হওয়ার সুখ দীর্ঘস্থায়ী হল না। দুর্ঘটনায় হারালেন প্রাণ। বাহানাদার বাড়িতে লাশের স্তূপ থেকে পোশাক ও গালের কাটা দাগ দেখে অনেক কষ্টে ভাইকে শণাক্ত করেন দাদা। অভিযোগ, মৃতদেহ বাড়িতে নিয়ে আসার জন্য অ্যাম্বুল্যান্সের খোঁজ করা হলে চালক অতিরিক্ত ভাড়ার দাবি করেন। এমনকি প্রশাসনিক সহযোগিতা পর্যন্ত মেলেনি বলে অভিযোগ। ২০ হাজার টাকা ধার করে শেষ পর্যন্ত অ্যাম্বুল্যান্সের ভাড়া মেটান নিহত সাদ্দামের দাদা।