দাঁড়িয়ে একের পর এক অ্যাম্বুলেন্স, যে কোনও পরিস্থিতির জন্য তৈরি

উত্তরকাশীর সিল্কয়ারা সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের আজ ১১ দিন। জোর কদমে চলছে উদ্ধার কাজ।

author-image
SWETA MITRA
New Update
ambulance.jpg

নিজস্ব সংবাদদাতাঃ জোরকদমে চলছে উত্তরাখণ্ডের উত্তরকাশী (Uttarkashi) সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজ। এদিকে তৈরি রয়েছে একের পর এক অ্যাম্বুলেন্স বলে খবর। আজ বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অ্যাম্বুলেন্স চালক নবীন বলেন, "এখনও পর্যন্ত চারটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে এবং দেরাদুন, হরিদ্বার এবং তেহরি থেকে ৩৫-৩৬ টি অ্যাম্বুলেন্স শীঘ্রই এখানে পাঠানো হবে। উদ্ধার অভিযান শুরুর চার ঘণ্টা আগে সব অ্যাম্বুলেন্স এখানে সারিবদ্ধ ভাবে রাখা হবে। এখানে মোট ৪০টি অ্যাম্বুলেন্স সারিবদ্ধভাবে রাখা হবে।“

 

অ্যাম্বুলেন্স কর্মী হরিশ প্রসাদ বলেন, "অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, স্ট্রেচার, বিপি সরঞ্জাম, সমস্ত মেশিন এবং সুবিধার মতো সমস্ত ব্যবস্থা এখানে করা হয়েছে। ৪০-৪১টি অ্যাম্বুলেন্সের চাহিদা জানানো হয়েছিল।“