‘আম্বেদকরকে অপমান করছে কংগ্রেস, জবাব দেবে মানুষ’

হুঁশিয়ারির সুর শোনা গেল বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালার গলায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rahul-london-sixteen_nine.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা স্যাম পিত্রোদার মন্তব্য নিয়ে বাড়ল বিতর্ক। ইতিমধ্যেই স্যাম পিত্রোদার মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। এবার তা হুঁশিয়ারির সুর শোনা গেল বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালার গলায়। এদিন তিনি বলেন, “এই শব্দগুলি স্যাম পিত্রোদার হতে পারে, কিন্তু এর পিছনের মূল ভার্সনটি সোনিয়া ও রাহুল গান্ধীর দেওয়া। কংগ্রেস আম্বেদকর বিরোধী এবং এসসি বিরোধী, এবং এটি বারবার প্রমাণিত হচ্ছে। এটি সেই একই কংগ্রেস যা নেহরুর শাসন আমলে তৈরি হয়েছিল। এই একই কংগ্রেস যে আম্বেদকরকে ভারতরত্ন দিতে দেরি করেছিল। আজ আবার কংগ্রেস SC সম্প্রদায়ের অনুভূতিতে গভীর আঘাত করেছে। কংগ্রেস এই ভাবে বারেবারে সর্দার প্যাটেলকে অপমান করেছে, বিরসা মুন্ডাকে অপমান করেছে, বাবাসাহেব আম্বেদকরকে অপমান করেছে। মানুষ এই সবকিছুর জবাব দেবে”।

 

স্ব

স

স