নিজস্ব সংবাদদাতা: শুরু হয়ে গেছে অমরনাথ যাত্রা। নিরাপত্তার ঘেরাটোপের মধ্য দিয়েই মানুষ চলেছে অমরনাথ যাত্রায়। আজ ভোররাত থেকে দেখা যাচ্ছে দলে দলে পুণ্যার্থীরা পা মেলাচ্ছেন অমরনাথ যাত্রায়। বহু মানুষের ভিড়ে যেন নতুন রূপ পেয়েছে পহলগাম। দেখুন সেই চিত্র -