ভোটের আগে গ্রেফতার কংগ্রেস নেতা, বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ দলের

কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খাইরাকে মাদক মামলায় গ্রেফতার করল পঞ্জাব পুলিশ।

author-image
SWETA MITRA
New Update
cong4.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাব কংগ্রেস নেতা বিধায়ক সুখপাল সিং খাইরাকে (Sukhpal Singh Khaira) বৃহস্পতিবার চণ্ডীগড় থেকে গ্রেফতার করা হয়। তবে পাঞ্জাব পুলিশ এখনও এই গ্রেফতারের বিষয়ে কোনও বিবৃতি দেয়নি। গ্রেফতারের সময় খাইরা ফেসবুকে লাইভে আসেন। সময় তাকে পুলিশের সঙ্গে তর্ক করতে দেখা যায়। লাইভ ভিডিওতে খাইরাকে ডিএসপি আচরু রাম শর্মা বলতে শোনা যায় যে এনডিপিএস মামলায় একটি এসআইটি গঠন করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক পাচারের প্রমাণ রয়েছে। এদিকে এই ঘটনা নিয়ে এবার গর্জে উঠল পাঞ্জাব কংগ্রেস। কড়া হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেতা অমরিন্দর সিং রাজা ওয়ারিং। তিনি আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় বলেন, সম্প্রতি গ্রেফতার হওয়া সুখপাল সিং-জি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আম আদমি পার্টির এটি বিরোধী দলকে ভয় দেখানোর একটি প্রচেষ্টা এবং এটি একটি চক্রান্ত। সরকার মূল বিষয়গুলি থেকে বিচ্যুত হবে। আমরা দৃঢ়ভাবে সুখপাল খাইরার পাশে রয়েছি এবং এই লড়াইকে তার যৌক্তিক পরিণতিতে নিয়ে যাবো।‘