নিজস্ব সংবাদদাতা: সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোলের শিকার হয়ে বড় পদক্ষেপ নিয়ে ফেললেন ছোট্ট অভিনব আরোরা। আধ্যাত্মিক বক্তা অভিনব অরোরার উকিল গতকাল ইউটিউবারদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তাকে ট্রোল করার অভিযোগে অভিযোগ দায়ের করেছেন। এবার অভিনব অরোরা এই বিষয়ে বার্তা দিতে গিয়ে নিজের বক্তব্য রাখলেন। তিনি বলেছেন, "আমি এতটাই খারাপ কি যতটা লোক বদনাম করছে?" তার বক্তব্য ভাবাবে আপনাকেও।
এই বিষয়ে তার উকিল পঙ্কজ আর্য বলেন, "অভিনব আরোরা এবং সনাতন ধর্মের বিরুদ্ধে একগুচ্ছ লোক প্রচার শুরু করেছে। আমরা এর বিরুদ্ধে আদালতে এসেছি। হাইকোর্টের সুপ্রিম কোর্টে যেতে হলেও আমরা তাদের ছাড় দেব না। এই ইউটিউবারদের বিরুদ্ধে এফআইআর দাবি করা হয়েছে।"
রইল তাদের বক্তব্যের ভিডিও। দেখুন-