আল্লু অর্জুন আজকে চিক্কড়পল্লি থানায় হাজির হবেন

সমস্যায় আল্লু অর্জুন।

author-image
Adrita
New Update
a3ana7l8_allu-arjun-being-arrested-_625x300_13_December_24

file picture

নিজস্ব সংবাদদাতাঃ বছর শেষের আগে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের জীবনে নেমে এল ঘোর বিপদ। পুস্পা ২ এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার এবং তার নাবালক ছেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

Allu Arjun's Pushpa 2 Release Date Moved Up By A Day - Andhrawatch.com

এই বিষয়ে আল্লু অর্জুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জানা গিয়েছে যে, আজ তিনি চিক্কড়পল্লি থানায় হাজির হবেন। এই আবহে আজ ওই এলাকায় কড়া নিরাপত্তা রয়েছে। থানার সামনে রয়েছে পুলিশের ব্যারিকেড। প্রসঙ্গত, প্রিমিয়ারে এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লুর বাড়িতে উত্তেজিত জনতা ফুলের টব ভেঙে, বাড়ি উদ্যেশ্য করে টমেটো ছুঁড়ে মেরেছে। এই আবহে তার বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনি। এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গতকাল মৃত মহিলার পরিবারের হাতে ৫০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।  

allu-arjun-alavaikuntapuramlo-reunion-16x

এ ক্ষেত্রে উল্লেখ্য জে, গতকাল রাতে আল্লু অর্জুনের বাসভবনে হাজির হয়েছিলেন তার আইনি পরিষেবা দলের আধিকারিকরা। 

allu arjun arr