গুরুতর অভিযোগ, হাজার হাজার ভুয়ো ভোটার!

গুরুতর অভিযোগ। সামনে ভোট। তার আগে ভোটার তালিকা নিয়ে শুরু হয়েছে রাজনীতি।

author-image
Pritam Santra
New Update
election

নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশে রাজনৈতিক দলগুলির পাশাপাশি নির্বাচন কমিশনও বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু নির্বাচনের আগেই ভোটার তালিকা নিয়ে রাজনীতি শুরু হয়েছে। গোয়ালিয়র থেকে এমনই একটি ঘটনা সামনে এসেছে। শিবরাজ সিং চৌহানের সরকারের ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পাওয়া মুন্নালাল গোয়েল ভুয়ো ভোটারদের নিয়ে প্রশ্ন তুলেছেন। যার কারণে রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে হচ্ছে। এই বছরের শেষের দিকে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এর আগে ভোটার তালিকা নিয়ে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। গোয়ালিয়র পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মুন্নালাল গোয়েল গুরুতর অভিযোগ করেছেন। নাম না নিয়ে তিনি বলেন, গোয়ালিয়র পূর্ব বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় ২৫ হাজারেরও বেশি ভোটার বাড়ানো হয়েছে। এই সমস্ত জাল ভোটার কিছু ভোটকেন্দ্রে বৃদ্ধি পেয়েছে। মুন্নালাল গোয়েল অভিযোগ করেছেন যে ভোটার কার্ডগুলি আধারের সাথে লিঙ্ক করা হয়নি। মুন্নালাল কংগ্রেস বিধায়ক সতীশ সিকারওয়ারের পাশাপাশি প্রশাসনকে সরাসরি টার্গেট করেছেন। মুন্নালাল গোয়েল বলছেন, কংগ্রেস বিধায়কের চাপে বিএলও ভুয়ো ভোটার বাড়ানোর কাজ করেছে। এ জন্য তিনি কালেক্টরকে চিঠিও লিখে সমস্যার সমাধানের কথা বলেছেন।