নিজস্ব সংবাদদাতাঃ জ্ঞানব্যাপী মসজিদ মামলা নিয়ে যেন বিতর্ক থামতেই চাইছে না। এরই মাঝে এল বড় খবর। জ্ঞানব্যাপী মামলা (Gyanvapi mosque) নিয়ে আরও এক মামলা খারিজ করে দিল এলাহাবাদ কোর্ট। জ্ঞানব্যাপী মসজিদের ভিতরে উপাসনার অধিকার চেয়ে বারাণসীর আদালতে পাঁচ হিন্দু মহিলা উপাসকের দায়ের করা মামলার গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ করে মুসলিম পক্ষের দায়ের করা পিটিশন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট।
এই বিষয়ে বারাণসীতে হিন্দু পক্ষের আইনজীবী সুভাষ নন্দন চতুর্বেদী বলেন, ‘এটা হিন্দুদের জন্য বড় জয়। জ্ঞানব্যাপী মসজিদের অভ্যন্তরে উপাসনার অধিকার চেয়ে পাঁচ জন হিন্দু মহিলা উপাসকের মামলা বহাল রাখার চ্যালেঞ্জ জানিয়ে আঞ্জুমান ইন্টাজামিয়া মসজিদ কমিটির দায়ের করা আদেশ ৭ বিধি সিপিসি আবেদন খারিজ করার আদালতের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।‘