মোদী ম্যাজিক: 'সব কাঁটা সরিয়ে ফেলে দিয়েছে, জয় বিজেপির'

মধ্যপ্রদেশে আবার বিজেপির জয়, কি বলা হল? 

author-image
Aniket
New Update
modiss.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশ নির্বাচনে প্রথম থেকেই নিজেদের জয় নিয়ে আশাবাদী বিজেপি। এবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যে বিজেপির জয় নিশ্চিত বলে জানিয়েছেন। তিনি দাবি করেছেন, বিজেপির 'লাডলি বেহেনা' প্রকল্প কংগ্রেসের সব কাঁটা সরিয়ে ফেলে দিয়েছে। তিনি বলেছেন, "আমি অনেক জায়গায় বলেছি যে আমাদের রাজ্যের মহিলাদের কাছ থেকে আমরা যে ধরনের সমর্থন পাচ্ছি, ফলাফল অপ্রত্যাশিত এবং অভূতপূর্ব হবে। 'কাঁটে কি টক্কর', লাডলি বেহেনা নে সারা কাঁটে নিকাল দিয়ে'। আমরা যেখানেই যেতাম, রাজ্যের মহিলারা সেখানে আমাদের সমর্থন করত। আমি সবসময় বলেছি যে মধ্যপ্রদেশে কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই এবং বিজেপি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। প্রধানমন্ত্রী মোদীর ভালবাসা এবং নির্দেশনা, অমিত শাহের কৌশল, জেপি নাড্ডার নেতৃত্ব, আমাদের কর্মীদের প্রচেষ্টা এবং আমাদের সরকারের পরিকল্পনা স্পষ্ট করেছে যে বিজেপি রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে"। উল্লেখ্য, মধ্যপ্রদেশে জয় পাওয়ার ক্ষেত্রে আশাবাদী কংগ্রেস। বিজেপির দখল করা এই রাজ্য কংগ্রেস ছিনিয়ে নেবে বলেই কংগ্রেসের নেতৃত্বদের থেকে জানানো হয়েছে। এখন অপেক্ষা ৩ ডিসেম্বর পর্যন্ত। ওই দিনই জানা যাবে মধ্যপ্রদেশে মোদী ম্যাজিক হয় কিনা।