ছন্দে ফিরছে জীবন, স্বাভাবিক রেল লাইন

ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তিনটি লাইনই এখন ট্রেন চলাচলের জন্য উপযুক্ত জানাল রেল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
raill.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ছন্দে ফিরছে অন্ধ্রপ্রদেশ। ভয়াবহ রেল দুর্ঘটনা কাটিয়ে ফের যাত্রা শুরু করছে আলামান্দা এবং কান্তকাপল্লীর মধ্যেকার রেল লাইন। কেননা ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তিনটি লাইনই এখন ট্রেন চলাচলের জন্য উপযুক্ত হয়ে উঠেছে বলে জানিয়ে দিল রেল। ট্র্যাক এবং ওএইচই কাজ করার পরে গতকাল রাত সাড়ে ১১টার পর ট্রেন চলাচলের জন্য মিডল লাইন উপযুক্ত হয়ে ওঠে।

মিডল লাইন দিয়ে প্রথম ট্রেনটি গতকাল রাত ১২টা ৫৫ মিনিটে ক্ষতিগ্রস্ত এলাকা অতিক্রম করে। এর আগে, প্রথম কোচিং ট্রেন আপলাইনে দুপুর ২:৩৬ মিনিটে এবং ডাউন লাইনে ট্রেন গতকাল ২:২৫ মিনিটে অতিক্রম করে। এখন, আলামান্দা এবং কান্তকাপল্লীর মধ্যে তিনটি লাইনই ট্রেন চলাচলের জন্য উপযুক্ত বলে জানিয়ে দিল রেল বিভাগ।

 

hiren