'আদিপুরুষ' নিয়ে বিতর্ক অব্যাহত, এবার চিঠি গেল প্রধানমন্ত্রীর কাছে

বিতর্কের মধ্যেও 'আদিপুরুষ' ছবিটি প্রচুর আয় করছে। ছবিতে রাঘবের চরিত্রে অভিনয় করা সুপারস্টার প্রভাস দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন সম্পর্কে তথ্য দিয়েছেন।

author-image
SWETA MITRA
New Update
adi modi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ‘আদিপুরুষ’ (Adipurush) সিনেমাকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। এদিকে এই সিনেমাকে ঘিরে চিঠি পৌঁছালো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছে। জানা গিয়েছে, আজ মঙ্গলবার অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে অনুরোধ করেছে, "সিনেমাটির প্রদর্শনী বন্ধ করুন এবং অবিলম্বে ভবিষ্যতে প্রেক্ষাগৃহ এবং ওটিটি প্ল্যাটফর্মগুলিতে আদিপুরুষের প্রদর্শনী নিষিদ্ধ করার আদেশ দিন।“  এই চিঠিতে আরও বলা হয়েছে, 'পরিচালক ওম রাউত, সংলাপ লেখক মনোজ মনতাসির শুক্লা এবং ছবির প্রযোজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে।‘