নিজস্ব সংবাদদাতা: গুজরাটের নারোদাগাম হত্যাকাণ্ড (Naroda Gam massacre) মামলায় বিজেপির প্রাক্তন বিধায়ক (BJP Ex MLA) মায়া কোদনানি সমেত ৬৯ জনকে বেকসুর খালাস (Acquitted) করে দেওয়া হলো। আজ এই নির্দেশ দিলো আমেদাবাদের বিশেষ আদালত (Ahmedabad Court)। ২০০২ সালে গুজরাটের নারোদা গাম হত্যাকাণ্ডে মায়া কোদনানি ছাড়াও অভিযুক্তের তালিকায় যুক্ত ছিলেন বজরঙ দলের (Bajrang Dal) বাবু বজরঙ্গি। তাঁকেও বেকসুর খালাস করলো কোর্ট। ২০০২ সালের ফেব্রুয়ারি মাসে ১১জন সংখ্যালঘু ব্যক্তির সাম্প্রদায়িক দাঙ্গায় মৃত্যু হয়।