পাঁচটি প্রতিশ্রুতি আইনে পরিণত হবে: রাহুল গান্ধী

সরকার প্রতিষ্ঠার আগেই নির্বাচনী প্রচারের সময় কংগ্রেস কর্ণাটকে পাঁচটি প্রতিশ্রুতির প্রচার করেছিল। এবার সেই প্রতিশ্রুতিগুলি নিয়ে বড় ঘোষণা করলেন রাহুল গান্ধী।

author-image
Anusmita Bhattacharya
New Update
rahul gandhi.jpg

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে সদ্য প্রতিষ্ঠিত হয়েছে নতুন কংগ্রেস সরকার। আজ ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঞ্চে উঠে তিনি বলেন, 'মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর পাঁচটি প্রতিশ্রুতিই আইনে পরিণত হবে।  প্রতিশ্রুতি দিই না। আমরা যা বলি তাই করে দেখাই। আগামী ১-২ ঘণ্টায় কর্ণাটকের প্রথম ক্যাবিনেট মিটিং অনুষ্ঠিত হবে আর সেখানেই পাঁচটি প্রতিশ্রুতি আইনে পরিণত হবে।  

প্রথম প্রতিশ্রুতি: গৃহ জ্যোতির আওতায় ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি। 
দ্বিতীয় প্রতিশ্রুতি: গৃহ লক্ষ্মীর আওতায় প্রতিটি পরিবারের মহিলাদের মাসে ২০০০ টাকা করে আর্থিক সাহায্য। 
তৃতীয় প্রতিশ্রুতি: অন্ন ভাগ্যর আওতায় বিপিএল কার্ডধারীদের পরিবারের প্রতিটি সদস্যকে ১০ কেজি করে বিনামূল্যে চাল।
চতুর্থ প্রতিশ্রুতি: যুব নিধি স্কিমের আওতায় ডিপ্লোমাধারীদের দুই বছরের জন্য প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য এবং স্নাতক স্তরের জন্য প্রতি মাসে ৩০০০ টাকা। 
পঞ্চম প্রতিশ্রুতি: শক্তির আওতায় রাজ্যের সমস্ত মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা।