ফের ইন্ডিয়া জোটে ভাঙন! এবার কি সরতে চলেছেন অখিলেশ যাদব

ভারত জোড়ো ন্যায় যাত্রায় কংগ্রেসের তরফে ইন্ডিয়া জোটের অন্যতম অংশীদার অখিলেশ যাদবকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে শিবসেনা (ইউবিটি) সাংসদ জানান, এর ওপর জোটের ভবিষ্যৎ নির্ভর করছে না।

author-image
Tamalika Chakraborty
New Update
priyanka1111.jpg

নিজস্ব সংবাংদদাতা: ভারত জোড়ো ন্যায় যাত্রায় কংগ্রেস ইন্ডিয়া ব্লকের অংশীদার অখিলেশ যাদবকে আমন্ত্রণ জানানো হয়নি। এই প্রসঙ্গে বিজেপি নেতা শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, “ইন্ডিয়া জোট দৃঢ় হতে চলেছে। ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগদান করা বা না করার আমাদের যে অবস্থানগুলো নির্ভর করে না। তবে ভারত জোড়ো ন্যায় যাত্রায়  কংগ্রেসের নিশ্চিত করা উচিত যে জোটের অংশীদারদের একটা অংশ রয়েছে। যাইহোক, ইন্ডিয়া অ্যালায়েন্স যা আছে তা অব্যাহত রয়েছে।”