নিজস্ব সংবাদদাতা: আজকের শহীদ দিবসের মূল আকর্ষণই হতে চলেছেন তিনি। কেননা গতকালই জানা গিয়েছিল, ২১ জুলাইয়ের মঞ্চে যোগ দেবেন সপা প্রধান অখিলেশ যাদব। সেই কথা মতো সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব লখনউতে নিজের বাসভবন থেকে যাত্রা শুরু করলেন। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতায় পৌঁছে যাবেন তিনি।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)