নিজস্ব সংবাদদাতা : এবার উত্তর প্রদেশের আইনশৃঙ্খলার অবস্থা নিয়ে ফের একবার যোগী আদিত্যনাথকে তীব্র কটাক্ষ করলেন অখিলেশ যাদব। তিনি বলেন, "প্রয়াগরাজ হোক বা রাজ্যের অন্য যেকোনও জেলা, এই রাজ্যে ক্রাইম ক্রমশ বেড়েই চলেছে। সরকার কখনোই স্বীকার করবে না, কিন্তু সরকারি পরিসংখ্যান পরিষ্কারভাবে দেখাচ্ছে যে উত্তর প্রদেশের আইনশৃঙ্খলার অবস্থা ভয়াবহ।"
/anm-bengali/media/media_files/QAyeL6ckB2XTZZKeFW2b.jpg)
তিনি আরও অভিযোগ করেন, "উত্তর প্রদেশকে দেখার মতো আজ কেউ নেই। প্রশাসন সবদিক থেকে ব্যর্থ, আর সরকার বাস্তব চিত্র লুকোতে ব্যস্ত।"