নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, "বিজেপি আজ সমাজকে বিভক্ত করার পথ বেছে নিয়েছে। বিজেপির পথ সহিষ্ণুতার নয়, সার্বজনীন গ্রহণযোগ্যতারও নয়। আজ যখন আমরা স্বামী বিবেকানন্দকে স্মরণ করছি, তখন আমাদের স্বামী বিবেকানন্দের দেখানো পথ অনুসরণ করার সংকল্প নেওয়া উচিত।"
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)