নিজস্ব সংবাদদাতাঃ বিএসপি নেত্রী তথা দলের প্রধান মায়াবতীর উত্তরসূরি আকাশ আনন্দ বলছেন, "প্রধানমন্ত্রী মোদী যাই বলুন না কেন, ৪০০ প্লাস বা ৫০০ প্লাস যাই বলুন না কেন, ভোটারদের জিজ্ঞাসা করাই ভাল, আপনারা বাস্তবতা পাবেন। রাম মন্দির হোক বা বাবরি মসজিদ, সবই সুপ্রিম কোর্টের রায়ে হয়েছে, জনগণের টাকায় মন্দির তৈরি হয়েছে, একইভাবে মসজিদও সেভাবেই তৈরি হবে। তিনি (অখিলেশ যাদব) একজন ক্রিকেট ভক্ত এবং তাই তিনি ক্রিকেটের উপমা দিচ্ছেন। উনি যদি মাঠের দিকে তাকান, দেখবেন যে দলের মাত্র ২ শতাংশ ভোট রয়েছে, সেই দলের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়ছেন।"