BREAKING: বিমান উড়ান দিতেই নিরাপত্তা নিয়ে বিশেষ অ্যালার্ট! মুহূর্তেই চাঞ্চল্য

বিশেষ তথ্য দিলেন আকাসা এয়ারের মুখপাত্র।

author-image
Anusmita Bhattacharya
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: আকাসা এয়ারের ফ্লাইট বিমান QP 1719 ৩ জুন,২০২৪- এ দিল্লি থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে ১৮৬ জন যাত্রী, ১টি শিশু এবং ৬জন ক্রু সদস্যকে নিয়ে রওনা দেয়। তবে এর মধ্যেই একটি নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা পায়। নির্ধারিত নিরাপত্তা ও নিরাপত্তা পদ্ধতি অনুযায়ী, বিমানটিকে আমেদাবাদের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এই জরুরি তথ্য দিলেন আকাসা এয়ারের মুখপাত্র। 

Akasa Air expands network to Prayagraj as the heritage city becomes its  22nd destination, ET TravelWorld

ক্যাপ্টেন সমস্ত প্রয়োজনীয় জরুরী প্রক্রিয়া অনুসরণ করেন এবং ১০.১৩টায় সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয় বিমান। সমস্ত যাত্রীদের বিমান থেকে নামানো হয়েছে। আকাসা এয়ার স্থলভাগের সমস্ত নিরাপত্তা ও নিরাপত্তা সংক্রান্ত সব নিয়ম অনুসরণ করছে এবং সমর্থন করছে।

 

Add 1