নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটের পর এবার রাজস্থানে পাড়ি দিয়েছে সাইক্লোন ‘বিপর্যয়’ (Cyclone Biparjoy)। এই সাইক্লোনের জেরে লাগাতার দু থেকে তিনদিন ধরে বৃষ্টি হচ্ছে রাজস্থানের বহু অংশে। এদিকে এই প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ল হাসপাতালের ভেতরের অংশও। জানা গিয়েছে, আজমিরের (Ajmer) জওহরলাল নেহেরু হাসপাতালে ভারী বৃষ্টিপাতের কারণে জল ঢুকে গিয়েছে। রোগীদের ওয়ার্ডে ওয়ার্ডে ঢুকে গিয়েছে জল। এদিকে এহেন ঘটনা চোখে পড়তেই জল সরানোর কাজে লেগে পড়েছেন হাসপাতালের অন্যান্য কর্মচারীরা।