নিজস্ব সংবাদদাতা: শুরুতেই সমস্যা। জোট সরকার তৈরির প্রভাব তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার আগেই টের পেলেন মোদী। তাঁর নেতৃত্বে নতুন সরকারে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন মহারাষ্ট্রের এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠী। প্রকাশ্যে দাবি করল তারা যে তাদের পূর্ণ মন্ত্রক চাই।
শনিবার রাতে এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠীর নেতা প্রফুল্ল প্যাটেলকে বিজেপি ফোন করে জানায় যে তাঁকে আপনাকে মন্ত্রিসভায় দায়িত্ব দেওয়া হচ্ছে। রাষ্ট্রমন্ত্রীর পদ জানার পরেই প্রত্যাখ্যান করলেন এই নেতা। অজিত পাওয়ারকে জানালেই তিনিও ক্ষুব্ধ হন। প্রফুল্ল প্যাটেলকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়। এর আগে কেন্দ্রীয় সরকারে পূর্ণমন্ত্রী রূপে দায়িত্ব সামলেছেন তিনি। অজিত পাওয়ারের এনসিপি এবার মাত্র একটি আসন পেয়েছে।