নিজস্ব সংবাদদাতাঃ এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল বলছেন, "মিঞা, মিঞা- উচ্চারণ করবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি, মুসলমান না থাকলে আপনি তিন দিন খেতে পারবেন না, নির্মাণ কাজ বন্ধ হয়ে যাবে। ৩ দিনের মধ্যে মুসলিমদের গুয়াহাটি ছাড়তে বাধ্য করার কথা বলেছে তারা। কিন্তু আপনারা মুসলমানদের উৎখাত করতে পারবেন না- তিন বছরেও না, ৩০০ বছরেও না।"
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)