নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই কি দেশে সিএএ লাগু হবে? বা এনআরসি হবে? এই বিষয়ে এবার বড় মন্তব্য করলেন এআইইউডিএফ প্রধান ও সাংসদ বদরুদ্দীন আজমল। এমনকি তিনি কংগ্রেসকেও আক্রমণ করেছেন। আজ আসামের বারপেটায় তিনি বলেন, "কংগ্রেস সরকার বলেছিল যে আমরা এটি করব, আমরা এটি দেব... ইত্যাদি। ডিটেনশন ক্যাম্প কে বানিয়েছে? ডি-ভোটার ইস্যু কে তৈরি করেছে? এনআরসি সমস্যা কে তৈরি করেছে? তরুণ গগৈয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার এটা করেছে। এর আগে প্রফুল্ল মহন্তের নেতৃত্বাধীন সরকার ১ লক্ষ ডি-ভোটার তৈরি করেছিল, কিন্তু তরুণ গগৈয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার এক বছরের মধ্যে ৫ লক্ষ ডি-ভোটার তৈরি করেছিল।“